ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে জোড়া খুনের মামলায় পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হলো- ওই গ্রামের দুলাল খান (৪২), আসাদুল খান (৩৫) ও ইউনুস খান (২২) এবং এরা তিনজনই চাচা ভাতিজা সম্পর্ক। র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই গ্রামের হাবিবুর রহমান খানের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের আসামিদের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে ১৯ অক্টোবর রাতে হাবিবুর রহমান খানের ছোট ভাই আল-আমিন খান ও ভাতিজা আলামিন শেখকে উপর্যপুরি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই আল আমিন খান মারা যায় এবং আলামিন শেখ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে গাজীপুরের পূর্ব বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত