দিনাজপুরে অতিথি পাখিতে মুখর সুখ সাগর দিঘি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ থেকে সিদ্দিক হোসেন

অতিথি পরায়ণ জেলা হিসেবে বেশ সুখ্যাতি আছে দিনাজপুরের। প্রকৃতির অপার লীলায় প্রতি বছর এই জেলায় অতিথি হয়ে আসে ভিনদেশি পাখিরাও। জেলা শহরের অদূরেই সুখ সাগর দিঘিতে আসতে শুরু করেছে অতিথি পাখি। ঝাঁকে ঝাঁকে পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে সুখ সাগর দিঘির তীর। দর্শনার্থীরাও ভিড় করছেন এই পাখিদের দেখতে। দিনের ক্লান্তি শেষে কাজের ফাঁকে অনেকেই ঘুরতে আসেন দিনাজপুরের সুখ সাগর দিঘিতে।

সাগর না হয়েও এই বিরাটকায় দিঘির নাম হয়েছে সুখ সাগর। এজন্যই হয়তো সুখের সন্ধানেই ভিনদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে ঘুরতে আসে এই অতিথি পাখিরাও। জেলার বেশ কিছু জায়গায় অতিথি পাখির আগমনে কলকল শব্দে ভরে উঠে জলাশয়গুলো। দিনাজপুরের সুখ সাগর এবং পার্বতীপুর উপজেলার আমবাড়ী ঘেঁষে বউতার নামক দুটি বড় জলাশয়ে প্রতি বছর কয়েক’শ অতিথি পাখি আসতে দেখা যায়।