ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন টেলিযোগাযোগ অধিদপ্তরের সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে দ্বিতীয় ত্রৈমাসিক সভা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বিকালে অধিদপ্তরের পরিচালক মো. মফিজ উদ্দিনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, টেলিযোগাযোগ অধিদপ্তর ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মণ্ডপরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছিল। এরই অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে একটি সভা আগামী ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে অধিদপ্তরের মহাপরিচালক সভাপতিত্ব করবেন।
সভায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে যুক্ত হয়েও (জুম আইডি : ৯৯২ ৪৭৩ ১৯২৪, পাসওয়ার্ড : ১২৩৪৫৬) অংশ নেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সভার সিটিডিআর সিস্টেম, কর্মচারীদের পদোন্নতি, অনুশাসনমালা অংশীজনদের অবহিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
তাই সভাটিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুইজন, টেলিটক বাংলাদেশ লিমিটেডের একজন, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের একজন এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) একজনসহ সংশ্লিষ্ট অংশীজনদের উপযুক্ত প্রতিনিধিকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।