ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আদর্শ উপায়ে আয়োজনে সকলের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। গত শনিবার রাতে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিম সভায় মন্ত্রী এ আহ্বান জানান। সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের জাতীয় নির্বাচনে বিশেষ করে সিলেট-১ আসন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু-ফলে মর্যাদাপূর্ণ এ আসনে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও আসবেন। তাই একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও আদর্শ নির্বাচন আয়োজন করতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। এ সময় তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ- একথা উল্লেখ করে বলেন, সিলেট মহানগরীর ভোটারদের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আসন্ন নির্বাচনে নৌকার বিজয় ত্বরান্বিত করতে উপস্থিত নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফয়জুল আনোয়ার, যুগ্ম-সম্পাদক বিধান সাহা, আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, কৃষি সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান কামরান, ধর্মবিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ প্রমুখ। এতে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে দুপুরে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট সিটি করপোরেশেনের মেয়র ও কাউন্সিলরবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

এ সময় তিনি বলেন, সিলেট মহানগরের ভোটারের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সুখে-দুখে আপনারা সবসময় পাশে থাকেন। সেইসঙ্গে সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড কাউন্সিলদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলদের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত