ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হবিগঞ্জে সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল

৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
হবিগঞ্জে সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে অতিরিক্ত একটি ইঞ্জিন গিয়ে ৩ ঘণ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গতকাল দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মনতলা রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান খাদেম। সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে মনতলা রেলস্টেশনের আউটারে চলন্ত অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের চালক ও মনতলা স্টেশনে কর্মরত ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান গিয়েও সচল করতে পারেননি বিকল ইঞ্জিন। পরে আখাউড়া থেকে একটি ইঞ্জিন গিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে পারাবত ট্রেনের যাত্রীবাহী বগি নিয়ে সিলেটের উদ্দেশে রওয়ানা হয়। এদিকে পারাবত ট্রেন বিলম্ব হওয়ায় নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া স্টেশনের যাত্রীরা পড়েন দুর্ভোগে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত