ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় সংসদ নির্বাচন

সিরাজগঞ্জে ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জে ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৪৩ জন প্রার্থী। এর মধ্যে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে ৩০ জনের এবং ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দুই দিনে এসব মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন। জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গত রোববার বাছাই শেষে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে সাত প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করে জমা দিয়েছেন। এদের মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ হলেও দুইজনের বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা), মোহাম্মদ জহুরুল ইসলাম (জাতীয় পার্টি), সাইফুল ইসলাম (জাসদ), সবুজ আলী (বিএনএম)ও শফিকুল ইসলাম (এনপিপি)। এ আসনে জাকের পার্টির মো. রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা তালুকদারের মনোনয়ন বাতিল হয়েছে। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ছয় প্রার্থী মনোনয়ন উত্তোলন করে পাঁচজন জমা দিয়েছেন। এদের মধ্যে চার জনের মনোনয়ন বৈধ ও একজনের বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, জান্নাত আরা তালুকদার হেনরী (নৌকা), আমিনুল ইসলাম ঝন্টু (জাতীয় পার্টি), আব্দুর রুবেল সরকার (জাকের পার্টি) ও সাদকাত হোসেন খান (ওয়ার্কাস পার্টি)। তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল রানার মনোনয়ন বাতিল হয়েছে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ১১ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে চারটি মনোনয়ন বৈধ হলেও সাতজনের বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বর্তমান এমপি ডা. আব্দুল আজিজ (নৌকা), আলমগীর হোসেন (জাকের পার্টি), গোলাম মোস্তফা (বিএনএম) ও জাকির হোসেন (জাতীয় পার্টি)। বাতিল হয়েছে নুররুল ইসলাম প্রামাণিক (মুক্তিজোট), মোজাফফর হোসেন (স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), শরিফুল আলম খন্দকার (স্বতন্ত্র), সাখাওয়াত হোসেন (স্বতন্ত্র), স্বপন কুমার রায়ের (স্বতন্ত্র) ও আব্দুল হালিম খান দুলাল (স্বতন্ত্র)। সোমবার বাছাইয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ছয় প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করে চারজন জমা দিয়েছেন। এ আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। প্রার্থীরা হলেন- সাবেক এমপি শফিকুল ইসলাম শফি (নৌকা), আবদুল্লাহ আল হাসেম (জাতীয় পার্টি), হিলটন প্রামাণিক (জাতীয় পার্টি) ও মোস্তফা কামাল বকুল (জাসদ)। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সাত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বর্তমান এমপি আব্দুল মোমিন মন্ডল (নৌকা), সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস (স্বতন্ত্র), আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র), ফজলুল হক (জাতীয় পার্টি), নাজমুল হক (কৃষক শ্রমিক জনতা লীগ) ও আব্দুল হাকিম (বিএনএম)। এ আসনে নুরুল ইসলাম সাজেদুলের (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল হয়েছে। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও ৯ জন জমা দেন। এর মধ্যে সাতজন বৈধ ও দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- সাবেক এমপি চয়ন ইসলাম (নৌকা), মোজাম্মেল হক (জাসদ), তারিকুল ইসলাম (তৃণমূল বিএনপি), রেজাউল করিম বিপ্লব (জাকের পার্টি), মোকতার হোসেন (জাতীয় পার্টি), কাজী আল আমিন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) ও মোহাম্মদ আলী (বিএনএম)। এ আসনে হালিমুল হক মিরু (স্বতন্ত্র) ও রেজাউর রশিদ খানের (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি) মনোনয়ন বাতিল হয়েছে, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত