হলফনামা বিশ্লেষণ

৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছাকাছি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমপি আশেক উল্লাহ রফিকের গত ৫ বছরে সম্পদ বেড়েছে ১ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৯১৩ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ২০১৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ২০৬ টাকার। ৫ বছর পরে ২০২৩ সালে সেই সম্পদের পরিমাণ হয়েছে ৬ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ১১৯ টাকার। এই ৫ বছরে স্ত্রীর থাকা ৩০ ভরি স্বর্ণ অপরিবর্তিত রয়েছে। তার স্ত্রী বা তার আয়ের ওপর নির্ভরশীল কারো নামে নেই কোনো সম্পদ। ২০১৮ সালেরর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন বরাবরে এমপি আশেক উল্লাহ রফিকের জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে মিলেছে এসব তথ্য। প্রাপ্ত দুটি হলফনামায় দেখা গেছে, বর্তমানে এমপি আশেক উল্লাহ রফিকের বছরে আয় ৪৭ লাখ ৩২ হাজার ৩৫২ টাকা। যেখানে কৃষি খাত থেকে বছরে ২৬ হাজার ৬৪০ টাকা, ব্যবসা থেকে বছরে ১ লাখ ৫৬ হাজার টাকা, শেয়ার থেকে বছরে ১০ লাখ ৯১ হাজার ২৩ টাকা, অন্যান্য পেশাগত খাত থেকে বছরে ৩৪ লাখ ৯৮ হাজার ৬৬৯ টাকা আয় করেন। ৫ বছর আগে ২০১৮ সালে আশেক উল্লাহ রফিকের বছরে আয় ছিল ৬ লাখ ২১ হাজার ২৯৮ টাকা। ওই সময় তিনি কৃষি খাত থেকে ৪২ হাজার ৬৪০ টাকা, ব্যবসায় থেকে ৩ লাখ ৮৬ হাজার টাকা আর শেয়ার থেকে ১ লাখ ৯২ হাজার ৬৩৮ টাকা আয় করতেন।

বর্তমানে আশেক উল্লাহ রফিকের অস্থাবর সম্পদের পরিমাণ হয় ৫ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৫০৫ টাকা। স্ত্রীর নামে ৩০ ভরি স্বর্ণ রয়েছে। ৫ বছর আগে ছিল ৩ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০৪ টাকা। স্ত্রীর স্বর্ণও ছিল একই। বর্তমানে তার স্থাবর সম্পদের পরিমাণ কৃষি জমি ১৬.১৩৮২ একর, অকৃষি জমি ৩.১৯ একর, দালান ৯ লাখ ৬০ হাজার টাকা। ব্যাংক ঋণ রয়েছে ১৪ লাখ ৫৫ হাজার ৫১৭ টাকার।