ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডল এমপি ও আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় তাদের এ নোটিশ পাঠিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি। নোটিশে বলা হয়েছে- ২৮ নভেম্বর বেলকুচি উপজেলা চত্বরসহ বেলকুচি বাজার-সংলগ্ন রাস্তায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মন্ডলের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সহকারে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। এতে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এদিকে একই দিন একই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের উপস্থিতিতে নেতাকর্মী ব্যানার ফেস্টুনসহ বিক্ষোভ মিছিল ও শোভাযাত্রা করা হয়। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এ নোটিশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না এ অবস্থায় ১১ ডিসেম্বর ওই আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত