এমপি হওয়ার পর কোটি টাকার গাড়ি কিনেছেন গোলাপ
৪ গুণ বেড়েছে নগদ অর্থ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
কালকিনি-ডাসার-মাদারীপুর সদরের একাংশ উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-৩ নির্বাচনি এলাকা। এই নির্বাচনি এলাকা থেকে ২০১৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন মোঃ আবদুস সোবহান মিয়া। তিনি এলাকায় গোলাপ নামে পরিচিত। তিনি তার নির্বাচনি হলফনামায় তার স্ত্রী ও নিজের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী পেশ করেছেন।
হলফনামা মোতাবেক মোঃ আবদুস সোবাহান মিয়ার এমপি হওয়ার আগে ২০১৮ সালে কোনো গাড়ি ছিল না। তবে এমপি হয়ে কিনেছেন কোটি টাকার গাড়ি। এসব তথ্য মিলেছে নির্বাচনি হলফনামা বিশ্লেষণ করে। ২০১৮ সালে তার নিজের নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল ৩৩ লাখ ৬২ হাজার ৪১৭ টাকা এবং স্ত্রীর নামে ছিল ৫১ লাখ ৯ হাজার ৬৯০ টাকা। বর্তমানে তার জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৯৩১ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ২৮ লাখ ১৮ হাজার ৫৩৮ টাকা। তার সম্পদের বিবরণী বিশ্লেষণ করে জানা গেছে, আবদুস সোবাহান মিয়ার নগদ অর্থের পরিমাণ বেড়েছে ৪ দশমিক ৩১ গুণ।