সিরাজগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

হিমেল হাওয়ায় জনজীবন স্থবির

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও হালকা হিমেল হাওয়া বইছে। এতে স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। বিশেষ করে দিনমজুর মানুষের দূর্ভোগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল ভোর রাত থেকে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকে। এ কারণে দিনভর সূর্যের দেখা মেলেনি এবং সেইসাথে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও হালকা হিমেল হাওয়া বইছে। কৃষকের মৌসূমী আউশ আমন ধান কাটতে বিঘ্ন ঘটছে। দুপুরের পর থেকে এ বৃষ্টির প্রভাব বাড়তে থাকে এবং হিমেল হাওয়াতে শীতের আমেজও শুরু হয়েছে। শহরাঞ্চলে তেমন চলছে না রিকশাসহ ছোটখাট যানবাহন। জেলা উপজেলা শহর গুলোতে লোকজনের সমাগমও কম। একারণে দোকানপাটে তেমন বেচাকেনা হচ্ছে না। আবহাওয়াবিদররা বলছেন, ঘূর্ণিঝড় মিগজাউম পরবর্তী প্রভাবে বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও হালকা হিমেল হাওয়া বইছে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আজ দুপুর পর্যন্ত।