ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সামুদ্রিক বিরল পরিযায়ী ‘ক্যাস্পিয়ান পানচিল’

সামুদ্রিক বিরল পরিযায়ী ‘ক্যাস্পিয়ান পানচিল’

বৈচিত্র্যপূর্ণ পাখির দেশ, বাংলাদেশ। নানা ধরনের পাখির ‘সবান্ধব’ উপস্থিতি সগৌরবে দৃশ্যমান এখানে। তাদের শারীরিক বৈচিত্র্যতার সঙ্গে যুক্ত হয়েছে আকর্ষণীয় স্থানগুলোতে তাদের প্রতিদিনকার বর্ণাঢ্য উপস্থিতি। দেশে দূর-দূরান্তের নির্জনতায় পাখিরা দাপিয়ে বেড়ায়। রাজধানীসহ দেশের শহরে বাস করা পাখিপ্রেমীদের সৌভাগ্য হয় না সেসব পাখিদের প্রত্যক্ষ করার। কিংবা, তাদের আলোকচিত্র ধারণ করে ডিজিটাল ক্যানভাসে প্রকাশ করার। যারা পাখির ভালোবাসায় এখনো মুগ্ধ হয়ে ওঠার সুযোগ পাননি তারাও যেন সেই সুযোগটুকু গ্রহণ করেন।

বন্যপ্রাণীবিষয়ক আলোকচিত্রী শামীম আলী চৌধুরী। দেশের দূর-দূরান্তে ঘুরে ঘুরে পাখির ছবি ধারণ করাই তার নেশা। সম্প্রতি তিনি তুলেছেন প্রায় অদেখা পাখি ক্যাস্পিয়ান পানচিলের ছবি। এই পাখির ছবি ধারণের গল্প তুলে ধরেন বাংলা নিউজের কাছে।

তিনি বলেন, বন্যপ্রাণীর ছবি তোলা শুরু থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছি। সেই সুবাদে দেশের দক্ষিণে সুন্দরবনে অসংখ্যবার গিয়েছি শুধু বন্যপ্রাণীর খোঁজে। সুন্দরবনে মূলত করমজল, আন্দারমানিক, হাড়বাড়িয়া, কটকা, কচিখালি ও কুকিলমনিতেই যাওয়া হয়েছে। এর বাইরে সুন্দরবনের কোথাও যাইনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত