ডোমারে তিন ট্রাক্টরে আগুন দিল দুর্বৃত্তরা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে শ্যালো ইঞ্জিনচালিত তিনটি ট্রাক্টরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষাধিক টাকা। গতকাল শনিবার ভোরের দিকে ডোমার উপজেলার সদর ইউনিয়নে একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রাক্টর মালিকদের অভিযোগ, কে বা কারা ইঞ্জিনগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।

ট্রাক্টর মালিক আনজারুল ইসলাম জানান, ট্রাক্টর তিনটি নিরাপত্তার জন্য রাতে ডোমার ফিলিং স্টেশনে পাম্পে রাখা হয়। কারণ পেট্রল পাম্পে রাতে পাহারাদার ও সিসিটিভি ক্যামেরা লাগানো থাকায় কোনো চিন্তা হয় না। মূলত চুরি হওয়ার ভয়ে ট্রাক্টর বাড়িতে না রেখে পাম্পে রাখি। ডোমার ট্রাক্টর মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবু জানান, শটসার্কিট হয়ে কখনো এভাবে ইঞ্জিনে আগুন লাগতে পারে না।

তাই ধারণা করছি, শত্রুতা করে কেউ ট্রাক্টর তিনটিতে আগুন দিয়ে থাকতে পারে।