ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গোপালগঞ্জে হত্যা মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে হত্যা মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে অটোভ্যানচালক সাইফুল মল্লিক (২০) হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত শনিবার ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬। গ্রেপ্তারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের ছাকেম শেখের ছেলে নাদের শেখ (৫৫), নাদের শেখের ছেলে হাবিব শেখ (২৩), ইসরাইল শেখের ছেলে আরিফ শেখ। নিহত অটোচালক সাইফুল মল্লিক (২০) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাছিয়াড়া গ্রামের রোকন মল্লিকের ছেলে। র‌্যাব জানায়, সাইফুল মল্লিক হত্যা মামলার পলাতক আসামিরা ফরিদপুর ও খুলনায় পলাতক রয়েছে- এমন গোপন সংবাদ তাদের কাছে আসে। পরে র‌্যাব-৬ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার মধুখালী থানার নওয়াপাড়া বাজার এলাকা থেকে নাদের শেখকে এবং খুলনা জেলার দিঘলীয়া থানার শেনহাটি বাজার এলাকা থেকে হাবিব শেখকে এবং আরিফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর সকালে সাইফুল মল্লিক তার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। আগে থেকে ওত পেতে থাকা নাদের শেখ, তার ছেলে হাবিব শেখ, তার সঙ্গী আরিফ শেখসহ তাদের লোকজন চোর বলে ধাওয়া করে। পদ্মবিলা ব্রিজের গোড়ায় অটোভ্যানটি পড়ে গেলে সাইফুলকে পিটিয়ে মারাত্মত আহত করে। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করলে আসামিরা পালিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত