স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে সভা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
সব বয়সি নারী-পুরুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বরিশাল সদর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠান হয়। বরিশাল মহিলা কল্যাণ সংস্থা ও তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম আয়োজনে অধিকার এখানে এখনই (আরএইচআরএন-২) প্রকল্পের আওতায় নারীপক্ষের সহযোগিতায় সভা হয়েছে। সভায় চরবাড়িয়া এবং চরকাউয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য পারুল বেগম। বিশেষ অতিথি ছিলেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব শামিম আহমদ এবং চরকাউয়া ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব এম ফজলুল করিম। স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক ফিরোজ মোস্তফা, স্বেচ্ছাসেবক তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম বরিশালের সমন্বয়কারী ময়ূরী আক্তার টুম্পা। আরো উপস্থিত ছিলেন, সোহেলী বিনতে রহমান, সুরাইয়া প্রমুখ। বক্তারা বলেন, দেশের কিশোর-কিশোরীসহ সব বয়সি নারী-পুরুষের স্বাস্থ্যসেবা পাওয়া মৌলিক অধিকারের একটি। সরকারিভাবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। কিন্তু জনসাধারণ সহজলভ্য এই সেবা সম্পর্কে অবগত না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা আদায় করে নিতে পারছে না। এজন্য স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবা পাওয়ার সহজলভ্যতার বিষয়ে জনসাধারণকে অবগত করতে হবে।