নাশকতা মামলা

বিএনপির ২৫ নেতাকর্মীর কারাদণ্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশাল থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ২৫ নেতাকর্মীকে দণ্ডবিধির পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় ঘোষণা করেন। এক ধারায় তাদের ২ বছর ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক ধারায় ৬ মাস করে কারাদণ্ড, ২ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন– বিএনপি নেতা সোহেল, রাজু, হাজী সিরাজ, মামুন, রনি, মঈন, হাজী মো. মাছুম, ওমর ফারুক, রাজিয়া আলম ওরফে রাজিয়া সুলতানা প্রমুখ।

মামলা সূত্রে জানা জানা যায়, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে আসামিরা বংশাল থানাধীন ১০৩নং এনসিসি রোডের সামনে মিছিল বের করে। তারা গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে। এ ঘটনায় বংশাল থানার উপ-পরিদর্শক আজাহার হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।