ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে খাবার তৈরি অনুমোদন না থাকা ও পরিবেশনের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ফেনী শহরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিএসটিআই সূত্র জানায়, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার মুক্তা গোস্বামী, তানভীর আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় হ্যাভেন বেকার্স, জয়গুরু দধি ভান্ডার ও তার্কিশ বেকার্স অ্যান্ড জুসবার নামে প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে। বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় প্রতিষ্ঠান তিনটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান, ফিল্ড অফিসার (সিএম) আরিফ উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি)। এছাড়া বিএসটিআই কুমিল্লা’র প্রতিনিধিরা ও ফেনী জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন। বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান জানান, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত