গাজার জন্য বিপুল অঙ্কের সহায়তার ঘোষণা কাতারের

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গাজার মানুষদের জন্য বিপুল অঙ্কের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে কাতার। দেশটি জানিয়েছে, তারা শরণার্থী, বাস্তুচ্যুত ব্যক্তি, আহত, এতিম এবং গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রাথমিক মানবিক সহায়তা প্যাকেজ হিসেবে ৫ কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। জেনেভায় গ্লোবাল রিফিউজি (বৈশ্বিক শরণার্থী) ফোরামে অংশগ্রহণের সময় কাতার প্রতিশ্রুতি দিয়েছিল যে ‘এডুকেশন অ্যাবভ অল ফাউন্ডেশন’র আল-ফাখুরা প্রোগ্রামের মাধ্যমে ফিলিস্তিনি যুবকদের ১০০টি বৃত্তি প্রদান করবে তারা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, কাতার গাজাকে একটি ফিল্ড হাসপাতাল-সহ প্রায় ১ হাজার ৫০০ টন চিকিৎসা সহায়তা, খাদ্যদ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে। গাজা উপত্যকায় সাত দিনের মানবিক বিরতির ক্ষেত্রে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওই সময় ইসরাইল ও ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে বন্দি বিনিময় হয়। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণের ওপর বোমা হামলা বন্ধের বিষয়ে পশ্চিমা মিত্রদের চাপের মুখে পড়েছে ইসরাইল। কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক বিরল যৌথ বিবৃতিতে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছে। বেসামরিক জনগণ, বাড়িঘর, ব্যবসাকেন্দ্র, স্কুল-কলেজ, ও মসজিদণ্ডগির্জায় ইসরাইলের হামলার ব্যাপারে এই তিন দেশ উদ্বেগ প্রকাশ করেছে।