ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অপরাধ নির্মূলে প্রসংশনীয় ভূমিকা

কক্সবাজারে শ্রেষ্ঠ সার্কেল রাসেল, শ্রেষ্ঠ ওসি ওসমান

কক্সবাজারে শ্রেষ্ঠ সার্কেল রাসেল, শ্রেষ্ঠ ওসি ওসমান

অপরাধ নির্মূলে প্রসংশনীয় ভূমিকা রাখায় অষ্টমবারের মতো শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএমণ্ডসেবা। একই সাথে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মুহাম্মদ ওসমান গনি।

গতকাল কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম’র (বার) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম.এম রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্তসহ সিআইডি, এপিবিএনের প্রতিনিধি এবং ৯টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট থেকে আগত ইনচার্জরা। অপরাধ পর্যালোচনা সভায় নভেম্বর মাসের পারফরম্যান্স বিবেচনায় অভিন্ন মানদ-ে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএমণ্ডসেবা নির্বাচিত হন। তাকে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। এছাড়া শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার মুহাম্মদ ওসমান গনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত