ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেনারা প্রাণ দিচ্ছে আর নেতানিয়াহু মিথ্যাচার করছেন

বললেন লাপিদ
সেনারা প্রাণ দিচ্ছে আর নেতানিয়াহু মিথ্যাচার করছেন

হামাস যোদ্ধাদের হামলায় প্রতিদিনই ইসরাইলি সেনারা প্রাণ হারাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লাপিদ লিখেছেন, নেতানিয়াহু তার সারা জীবন যা করেছেন, এখনো তাই করছেন। আর সেটি হচ্ছে- উসকানি, মিথ্যা বলা এবং ঘৃণা ছড়ানো। তিনি এখনো তাই করে চলেছেন। সেটিও আবার এমন একটি তিক্ত যুদ্ধের মধ্যে যেখানে সৈন্যরা প্রতিদিন প্রাণ হারাচ্ছে। খবর আনাদুল। গতকাল গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে একদিনেই ১৫ ইসরাইলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়, যা মধ্যে রয়েছে পাঁচ সেনা কর্মকর্তা এবং ১০ সেনাসদস্য। হামাসের পক্ষ থেকে এই দাবি করা হয়। তবে এ হামলা কোথায় হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি হামাস। এর আগে আজ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরাইলি সেনাবাহিনী। এই অবস্থার সমালোচনা করে লাপিদ আরো লিখেছেন- গাজায় ইসরাইলি সেনারা যখন নিহত হচ্ছেন তখন নেতানিয়াহু আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে, আমার সাথে এবং (যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী) বেনি গ্যান্টজ এবং গাদি আইসেনকোটের সঙ্গে বিরোধ তৈরিতে ব্যস্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত