ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৯৯৯-এ জানানো যাবে নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ

৯৯৯-এ জানানো যাবে নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ

নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যা বা অভিযোগ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো যাবে। এ ব্যাপারে ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার জন্য অনুরোধ করা হলো। ৯৯৯-এর মাধ্যমে পাওয়া নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য ও অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সংস্থাকে জানানো হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত