শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি বুঝিয়ে দিয়ে রিপোর্ট কার্ড সরবরাহের নির্দেশ
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থী ও অভিভাবকদের মূল্যায়ন পদ্ধতি বুঝিয়ে দিয়ে মূল্যায়ন রিপোর্ট কার্ড সরবরাহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়ন রিপোর্ট কার্ড সরবরাহে শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানদের এই নির্দেশ দেওয়া হয়। গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। আদেশে বলা হয়, ‘ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়ন রিপোর্ট কার্ড সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হলো।’