ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মনোনয়নপত্র বাতিল আবারো আদালতে যাচ্ছেন ব্যারিস্টারমিজান সাঈদ

মনোনয়নপত্র বাতিল আবারো আদালতে যাচ্ছেন ব্যারিস্টারমিজান সাঈদ

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিলের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় অতিবাহিত হওয়ার ১১ দিন পর গত ১২ ডিসেম্বর কক্সবাজার ৩ সদর, রামু ও ঈদগাঁও আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র গ্রহণ করে ছিলেন রিটার্নিং কর্মকর্তা। উচ্চ আদালতের দেয়া এক আদেশের পরিপ্রেক্ষিতে এটি গ্রহণ করা হয়েছে। কিন্তু গতকাল সকালে যাচাই-বাছাই শেষে সেই মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, উচ্চ আদালতের আদেশের কপিটি হাতে পাওয়ার পর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছি। এটি যাচাই-বাছাইয়ের দিন গতকাল। যেখানে তিনি সমর্থন ভোটারদের এক-শতাংশ স্বাক্ষর জমা দিয়েছেন যেখানে গড়মিল ও সংশ্লিষ্ট ভোটার স্বাক্ষর প্রদানের বিষয়টি অস্বীকার করেছেন। ফলে এটি বাতিল করা হয়েছে।

ব্যারিস্টার মিজান সাঈদ এই আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ব্যারিস্টার মিজান সাঈদ মনোনয়নপত্র দাখিলের করতে এসেছিলেন। কিন্তু বিকাল ৫টা অতিক্রম হওয়ায় বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলের আপত্তির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে হাইকোর্টে যান ব্যরিস্টার মিজান সাঈদ। এবং আদালত মনোনয়নপত্র দখলের জন্য আদেশ দেন।

ব্যারিস্টার মিজান সাঈদ জানিয়েছেন, তার মনোনয়নপত্র যাতে গ্রহণ করা না হয়, তার জন্য বিরোধিতা করা হয়েছে। এখন যে ভোটারদের স্বাক্ষর জমা দিয়েছেন তাও গোপনীয়তা রক্ষা হয়নি। হুমকির কারণে ভোটাররা স্বাক্ষর প্রদানের বিষয়টি অস্বীকার করেছেন বলে অবহিত হয়েছে। এ ব্যাপারে তিনি আবারো উচ্চ আদালতে যাবেন বলে জানান।

এই আসনে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইকালে চারজনের বৈধ হলেও অপর দুইজনের বাতিল করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত