ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে সিলগালা অমান্য

শিপইয়ার্ডের পাঁচ দারোয়ানকে ১৫ দিনের সাজা

শিপইয়ার্ডের পাঁচ দারোয়ানকে ১৫ দিনের সাজা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোহিনূর শিপইয়ার্ড স্টিল নামের একটি জাহাজ ভাঙা কারখানার পাঁচ দারোয়ানকে ১৫ দিনের সাজা দিয়ে পুনরায় সিলগালা করেছেন মাজিস্ট্রেট মো. আলাউদ্দিন। গতকাল সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের সাগর উপকূলে অবস্থিত ইয়ার্ডটিতে এই ঘটনা ঘটে। সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, ২০২২ সালে সীতাকুণ্ডের উত্তর সলিমপুর মৌজার ৫ একর ভূমি কোহিনূর স্টীলকে অস্থায়ীভাবে ব্যবহারের শর্তসাপেক্ষে একসনা ভিত্তিক ইজারা প্রদান করা হয়। শর্ত ভঙ্গ করায় চলতি বছরের ২৯ মে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট মাজহারুল ইসলামণ্ডএর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। তবে আবারো তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সিলগালা ভেঙে কার্যক্রম পরিচালনা করায় এবং অবৈধভাবে সরকারি জায়গায় প্রবেশ করায় গতকাল পাঁচজনকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মূল ফটকসহ বিল্ডিংয়ের প্রতিটি রুম সিলগালা করা হয়। আটককৃত দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন প্রতিষ্ঠানটির কর্মরত দারোয়ান মো. হাসান আলী, কানচঞ্চন দাস, মো পারভেজ আলম, মো. নাছির ও মো. হানিফ। তবে কোহিনূর স্টীল শিপইয়ার্ড-এর মালিক রাজা কাশেম বলেন আমার প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরসহ সকল কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও অন্যায়ভাবে হয়রানি করা হয়েছে। আমি আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত