ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দ্বাদশ জাতীয় নির্বাচন

কক্সবাজারে প্রতীক পেয়ে মাঠে নেমেছেন ২৪ প্রার্থী

কক্সবাজারে প্রতীক পেয়ে মাঠে নেমেছেন ২৪ প্রার্থী

দ্বাদশ জাতীয় নির্বাচনে কক্সবাজারে চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২৪ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যারা ইতিমধ্যে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন।

গতকাল কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। কক্সবাজারের চারটি আসনে বৈধ প্রার্থী রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ২৪ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

কক্সবাজার-০১ চকরিয়া-পেকুয়া আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে হাতঘড়ি, ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলমকে হাতুড়ি, জাতীয় পার্টির হোসনে আরাকে লাঙ্গল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিনকে মোমবাতি, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলমকে ট্রাক, স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিনকে ঈগল, স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমানকে কলারছড়ি প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপিকে ঋণ খেলাপির অভিযোগে রিটার্নিং অফিসার পরে নির্বাচন কমিশনারের আপিলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আসনে কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি জাফর আলমের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

কক্সবাজার-২ আসন (মহেশখালী-কুতুবদিয়া) আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে নৌকা, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুসকে মিনার, বিএনএম’র শরীফ বাদশাহকে নোঙ্গর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমানকে চেয়ার, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোহাম্মদ খায়রুল আমীনকে একতারা, বাংলাদেশ ন্যাশালিস্ট পার্টির (এনপিপি) মাহবুবুল আলমকে আম প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এই আসনে আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিকের বিএনএমএর প্রার্থী শরীফ বাদশার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

কক্সবাজার-০৩ আসনে (সদর রামু ও ঈদগাঁও) আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে নৌকা, জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ তারেককে লাঙ্গল, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুনকে হাতঘড়ি, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) শামীম আহসান ভুলুকে কুড়েঁঘর, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ ইব্রাহিমকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এই আসনে আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমলের সাথে কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুনের সাথে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

কক্সবাজার-৪ আসনে (উখিয়া-টেকনাফ) জাতীয় পার্টির নুরুল আমিন ভুট্টোকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুল আলমকে আম, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিবকে সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরীকে মিনার, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইলকে ডাব এবং আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়। এই আসনে আওয়ামী লীগের শাহীন আক্তারের সাথে জাতীয় পার্টির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত