ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কেন্দ্র পরিদর্শনে অংশ নেয়ায় ওসি প্রত্যাহার

সিরাজগঞ্জে কেন্দ্র পরিদর্শনে অংশ নেয়ায় ওসি প্রত্যাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের সমর্থক ও দলীয় নেতাকর্মীর সঙ্গে ভোটকেন্দ্র পরিদর্শনে অংশগ্রহণ করায় এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকারকে প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি এ থানায় যোগদানের প্রায় সোয়া ২ মাস পর গত রোববার সকালে তাকে এই প্রত্যাহারের নির্দেশ দেয়া হয় এবং ওইদিন তাকে নাটোরে বদলির আদেশ দেয়া হয়েছে। এরমধ্যেই তিনি কর্মস্থল ত্যাগ করেছেন। এটি নিয়মিত বদলি বলে দাবি করেছে পুলিশ প্রশাসন। গত ৫ অক্টোবর ওই থানায় তিনি ওসি হিসেবে যোগদান করেন। এ যোগদানের পর তার কর্মকাণ্ড নিয়ে নানা প্রশের সৃষ্টি হয়েছিল এলাকায়। গত ২ ডিসেম্বর শনিবার সিরাজগঞ্জ-৫ আসনের আওতাধীন এনায়েতপুর থানার স্থল ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে অংশগ্রহণ করেন ওসি। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি আব্দুল মমিন মন্ডলের সমর্থক ও নেতাকর্মীরা। এ পরিদর্শনের ছবি ওইদিন বিকেলে এনায়েতপুর থানা সিরাজগঞ্জ ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে। এ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয় এবং ফেসবুক আইডি থেকে পোস্টটি ডিলেট করা হয়। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবশেষে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল তাকে নিয়মিত বদলি হিসেবে প্রত্যাহার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত