সুপ্রিমকোর্টের নতুন রেকর্ড ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্টের নতুন রেকর্ড ভবনের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এ সময় সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি এ প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যাবাদ জানান।

তিনি বলেন, একটি নিরাপদ রেকর্ড ভবন প্রয়োজন ছিল যাতে আগুন না লাগে। নতুন নির্মাণাধীন এ রেকর্ড ভবনটি হবে স্মার্ট জুডিশিয়ারির অংশ।

১৪ তলাবিশিষ্ট এই রেকর্ড ভবনটিতে থাকবে তিনটি বেজমেন্ট যেখানে ১৫৯টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি অন্যান্য সুবিধার মধ্যে থাকবে পাম্প রুম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ড্রাইভার ওয়েটিং রুম, কার্গো লিফট। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৬ জুন ভবনটির নির্মাণ সম্পন্ন হবে।