ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সুইট

সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সুইট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট। হাইকোর্টের আদেশে তিনি এ প্রার্থিতা ফিরে পেয়েছেন। তিনি কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য। এ আসনের সতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ১ শতাংশ ভোটারের তালিকায় মৃত ভোটারের স্বাক্ষর ছিল উল্লেখ করে বাছাইয়ে মনোনয়ন বাতিল করেছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার। এ বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হয়। এ আপিলেও মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে আমার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করি। এ রিটে গত মঙ্গলবার হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছি। এ নিয়ে এ আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়াল চারে। তিনি আরো বলেন, নানা ষড়যন্ত্র করে এ নির্বাচন থেকে আমাকে সরিয়ে দেয়ার চক্রান্ত করা হয়েছিল। হাইকোর্ট আমার প্রার্থিতা ফিরিয়ে দেয়ায় ন্যায় বিচার পেয়েছি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল আজিজ, জাতীয় পার্টি নেতা জাকির হেসেন ও বিএনএম মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সুইটের মনোনয়ন বাতিল হওয়ার পর নৌকার প্রার্থীর জয়ের পথ সহজ ছিল। কিন্তু সতন্ত্র প্রার্থী সুইট মনোনয়ন ফিরে পাওয়ায় এখন নির্বাচনে হাড্ডা হাড্ডি অবস্থা সৃষ্টি হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন বিশিষ্টজনরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত