সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ
সিরাজগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শরীফুল ইসলাম তাজফুলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। ওই পরিষদের সদস্যদের সঙ্গে সমন্বয়হীনতা, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়। গতকাল বিকালে এ অনাস্থার প্রস্তাব জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সচিব স্থানীয় সরকার বিভাগ বরাবর পাঠানো হয়েছে। ওই পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের একটি অনাস্থা প্রস্তাব পেয়েছি। এ প্রস্তাব বিধিমতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে। ওই পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সদস্য সাংবাদিকদের বলেছেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সংসদ নির্বাচনে অংশগ্রহন করার জন্য গত ২৮ নভেম্বর সেচ্ছায় পদত্যাগ করেন এবং এজন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পদে শরিফুল ইসলাম (তাজফুল) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবার পর সদস্যদের সঙ্গে কোনো সভা না করে নিজেই সব কিছুর সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এতে অনিয়ম দুর্নীতিরও প্রশ্ন উঠেছে। এসব কারণে গতকাল সকালে জেলা পরিষদের অন্যান্য সদস্যদের এক সিদ্ধান্তে তার বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব নেয়া হয়েছে এবং কণ্ঠ ভোটে নতুন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবে পরিষদের ৩নং সদস্য আমিনুুল ইসলাম খানকে প্রস্তাব দেয়া হয়েছে। এ বিষয়ে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ সদস্যদের এ অনাস্থার বিষয়টি এখনো জানি না। তবে সকালে জেলা পরিষদ সদস্যরা মিটিং করেছেন। এ মিটিংয়ে আমাকে ডাকা হয়নি। তবে স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের চিঠি পেলে এ বিষয়ে জানতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।