ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৩৬৫ বোতল ফেনসিডিলসহ আটক চার

৩৬৫ বোতল ফেনসিডিলসহ আটক চার

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামে র‍্যাবের অভিযানে ৩৬৫ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে গ্রেফতার করেছে যশোর র‍্যাব-৬ এর সদস্যরা। গতকাল দুপুরের দিকে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত আসামীরা হলো, বারপোতা উত্তর পাড়ার মৃত নুর মহাম্মাদের ছেলে আনিছুর, মৃত নজরুল ইসলাম এর ছেলে আব্দুল মালেক, মৃত চান্দালী মোড়ল এর ছেলে ইয়ার্লাম ও পুটখালী গ্রামের রুহুল আমীন সরদারের ছেলে আরিফুল ইসলাম। র‍্যাব ৬ সিসি ৩ মেজর সাকিব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল এর বারপোতা এলাকার একটি পুকুরে বিশেষভাবে ফেন্সিডিল লুকিয়ে রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভোরে সেখানে অভিযান পরিচালনা করে একটি পুকুর থেকে ৩৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ ও ৪ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং ৪ জন আসামীর নামে মাদক আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত