ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজার ৪

শেষ মুহূর্তে প্রতীক পেলেন নুরুল বশর

শেষ মুহূর্তে প্রতীক পেলেন নুরুল বশর

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ ৭ জানুয়ারি। হাতে আর মাত্র ১৫ দিন বাকি থাকলেও কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর। গত বৃহস্পতিবার উচ্চ আদাতের আপিল বিভাগ থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। আদেশের কপি পাওয়ার পর গতকাল বিকাল সাড়ে ৪টায় নুরুল বশরকে ঈগল প্রতীক বরাদ্দ দেন কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।

তিনি জানান, আদালতের আদেশ মতে এই প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে।

ফলে কক্সবাজার ৪ আসনে বর্তমানে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। তিনি সকলকে নির্বাচনের আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান।

আনুষ্ঠানিক প্রতীক গ্রহণ শেষে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত