দোয়া মোনাজাতে দেশের শান্তি, মানুষের হানাহানি, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিশ্বব্যাপী মুসলমানদের সুদৃঢ় ভ্রাতৃত্ব ও ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী শেরপুর জেলা তাবলিগ জামাতের (সাদ কান্ধলভী মতাদর্শ) ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল থেকে আগত প্রতিনিধি মুফতি মাওলানা হাফেজ আজিম উদ্দিন। গতকাল দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া শেখহাটি এলাকার রৌহা বিলের বিশাল ময়দানে এই মোনাজাত অনুষ্ঠিত হয়। হাজার হাজার পুরুষ ও পর্দার আড়ালে অসংখ্য নারী মোনাজাতে শরিক হন। কান্নায় ভেঙে পড়েন উপস্থিত মুসল্লিরা। এর আগে, গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হয় ইজতেমা। কনকনে শীতের মধ্যে তিন দিনব্যাপী খোলা বিলে মানুষের কষ্ট হলেও অস্বস্তি ছিল না। তাছাড়া তাবলিগ কমিটির ব্যবস্থাপনাও ছিল দেখার মতো। ব্যবস্থাপনা কমিটির অন্যতম প্রফেসার সারোয়ার জাহান, রফিকুল ইসলাম সেজনু, আবু সাঈদ সুমন, মো. আলামিন জানিয়েছেন, সবার সহযোগিতায় আল্লাহর দিনের জন্য এই কর্মসূচি সফল হয়েছে। শীতে কষ্ট হলেও আল্লাহর রাজি-খুশির জন্য সবাই এই তিনটি দিন ইবাদতে মশগুল ছিলেন। ইজতেমায় মধ্যপ্রাচ্য, ভারত, ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশ থেকে তাবলীগ জামাতপন্থিরা আসেন। তিন দিনব্যাপী এ ইজতেমায় বয়ান করেন দেশীয় ও আন্তর্জাতিক মুরুব্বিরা।