ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ বিমান বাহিনীর সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৩তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স এবং ১নং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোর্সের সনদপত্র বিতরণ গতকাল রোববার যথাক্রমে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল, বগুড়া এবং বিমানবাহিনী র‌্যাডার ইউনিট বগুড়ায় অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। আইএসপিআর জানায়, ৬৩তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন কর্মকর্তা এবং ১নং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৬৩তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সে স্কোয়াড্রন লিডার মোঃ সোহানুর রহমান, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। এছাড়া, ফ্লাইট লেফটেন্যান্ট আসিফ মোহাম্মদ আব্দুল্লাহ, এডিডব্লিউসি ১নং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোর্সে সেরা প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত