প্রকৃত নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা

সিরাজগঞ্জে গরু চুরির মামলায় নারীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গরু চুরির মামলায় ভুয়া নাম ঠিকানা দেওয়ায় নারীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত তাদের প্রত্যেককে ১ দিনের এ রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এসআই মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ ডিসেম্বর দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার চরবালি ঘুগডড়ি গ্রামের মাঠ থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল নারীসহ তিনজন। এ সময় জনগণ তাদের আটক করে গণধোলই দেয় এবং ৯৯৯ নম্বরে ফোন করে। এ ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে গরু উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ওইদিন তারা একই এলাকার নলচেপড়া গ্রামের শফিকুল ইসলাম (৪৫), সীমা বেগম (৩৫) ও সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার রাব্বি (২৪) নাম বলে পরিচয় দেয়। তবে এ মামলার তদন্তে তাদের দেয়া নাম ঠিকানা ভুয়া প্রমাণিত হয়। এজন্য প্রকৃত নাম ঠিকানা উদ্ধারের জন্য গত রোববার আদালতে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাদের প্রত্যেককে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের ২-১ দিনের মধ্যে রিমান্ডে নেয়া হতে পারে বলে জানা গেছে।