ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রকৃত নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা

সিরাজগঞ্জে গরু চুরির মামলায় নারীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে গরু চুরির মামলায় নারীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে গরু চুরির মামলায় ভুয়া নাম ঠিকানা দেওয়ায় নারীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত তাদের প্রত্যেককে ১ দিনের এ রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এসআই মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ ডিসেম্বর দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার চরবালি ঘুগডড়ি গ্রামের মাঠ থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল নারীসহ তিনজন। এ সময় জনগণ তাদের আটক করে গণধোলই দেয় এবং ৯৯৯ নম্বরে ফোন করে। এ ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে গরু উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ওইদিন তারা একই এলাকার নলচেপড়া গ্রামের শফিকুল ইসলাম (৪৫), সীমা বেগম (৩৫) ও সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার রাব্বি (২৪) নাম বলে পরিচয় দেয়। তবে এ মামলার তদন্তে তাদের দেয়া নাম ঠিকানা ভুয়া প্রমাণিত হয়। এজন্য প্রকৃত নাম ঠিকানা উদ্ধারের জন্য গত রোববার আদালতে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাদের প্রত্যেককে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের ২-১ দিনের মধ্যে রিমান্ডে নেয়া হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত