ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি, রিপ্রেজেন্টেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গতকাল বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে ‘আশার আলো সোসাইটি’ এবং ‘দুর্জয় নারী সংঘের আয়োজনে ‘ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি, রিপ্রেজেন্টেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার কমিশন জানায়, কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ সেলিম রেজা। সভায় বক্তব্য দেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল ইসলাম, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ইউএনএইডসের কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খানসহ সম্মানিত অতিথিরা।
সভায় কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘হিজরা জনগোষ্ঠী পিছিয়ে নেই, বরং তাদের পিছিয়ে রাখা হয়েছে। আমরাই তাদের পিছিয়ে রেখেছি। আমাদের সংবিধানে সকলের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। কোনো জনগোষ্ঠীকে অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। হিজরা জনগোষ্ঠীর প্রতি প্রচলিত বৈষম্য মর্মপীড়াদায়ক।’