ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সরিয়ে ফেলার কাজ শুরু

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহারের অভিযোগ

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহারের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইটের (ঈগল) নির্বাচনি প্রচারণায় বঙ্গবন্ধুর ছবি ও আওয়ামী লীগের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান পোস্টারে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী ডাঃ আব্দুল আজিজ এমপি। তিনি গতকাল দুপুরে সাংবাদিকদের এ অভিযোগ বিষয়ে বলেছেন, এ নির্বাচনে সাখাওয়াত হোসেন সুইট একজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনি আইন অনুযায়ী তিনি তার নিজের ও নির্বাচনি প্রতীক বরাদ্দের পর প্রতীকের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না। অথচ গত ২৪ ডিসেম্বর হাইকোর্টের মাধ্যমে প্রার্থিতা ফিরে ঈগল প্রতীক পান তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ছবি ও আওয়ামী লীগের ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহার করে পোস্টার ও লিফলেট নির্বাচনি এলাকায় লাগানো ও ভোটারদের মাঝে বিতরণ করছেন। স্বতন্ত্র প্রার্থী এসব পোস্টার ও স্টিকারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা বেআইনি। এদিকে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট (ঈগল) আলোকিত বাংলাদেশকে বলেন, বঙ্গবন্ধুর ছবি ও স্লোগান সম্মিলিত প্রায় ১ লাখ পোস্টার নির্বাচনি এলাকায় লাগানো হয়েছে। এ পোস্টার সরিয়ে ফেলার কাজ এরমধ্যেই শুরু করেছি এবং ২/১ দিনের মধ্যেই এ পোস্টার সরিয়ে ফেলার কাজ শেষ হবে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, কোনো স্বতন্ত্র প্রার্থী নিজের ছবি ও নিজ প্রতিক ছাড়া অন্য দলের প্রধানের ছবি ও স্লোগান ব্যবহার করতে পারেন না এবং ব্যবহার করলে সম্পূর্ণ নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘিত হবে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এরমধ্যেই প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত