ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও জীবন দক্ষতা

কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও জীবন দক্ষতা

কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও জীবন দক্ষতাবিষয়ক সেমিনার সাভারে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ২২ জন গতকাল সকালে সাভারের কামাল গার্মেন্টস রোড এলাকায় কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মাধ্যমে কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে সহায়ক হিসেবে ছিলেন কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, এডুকেটর সুমন জন রোজারিও, আব্দুর রাজ্জাক, কামরুল হাসান প্রমূখ।

সেমিনার শেষে কিশোর কিশোরীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা আমাদের স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ে জানতে পেরেছি যা, আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে নিজেরা জেনেছি এবং এখন অন্যদেরও জানাতে পারব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত