গাজীপুর-২ আসন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে শোকজ

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং টঙ্গী সাহাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেনকে শোকজ করা হয়েছে। গত বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান তাদের এ শোকজ করেন। জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে টঙ্গী সাহাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে গত বৃহস্পতিবার সভা করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে।

যার কারণে প্রার্থী জাহিদ আহসান রাসেল এবং অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। দুই দিনের মধ্যে তাদের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। গতকাল শুক্রবার গাজীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: ওয়াহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা প্রতীকের সমর্থক আব্দুল জলিল গাজীকে চার হাজার টাকা এবং ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিনকে চার হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।