‘ক্যামব্রিজ ইংলিশ’ প্রোগ্রাম শুরু
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
এডুক্যান ইন্টারন্যাশনালের মাধ্যমে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউসিএএসএম)-এ ‘ক্যামব্রিজ ইংলিশ’ প্রোগ্রামের যাত্রা শুরু হয়েছে। গত বুধবার এডুক্যান ইন্টারন্যাশনালের ঢাকাস্থ কার্যালয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যকার এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে ক্যামব্রিজ ইউনিভার্সিটির আওতাধীন ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ প্রোগ্রামটির প্রিপারেশন সেন্টার ও পরীক্ষা ভেনু হিসেবে স্বীকৃত হল ইউসিএএসএম। বাংলাদেশে ক্যামব্রিজ ইংলিশ’র অনুমোদিত পরীক্ষা কেন্দ্র এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহিন রেজা ও ইউসিএএসএম’র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আলী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই স্বারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডুক্যান ইন্টারন্যাশনালের ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মেজর মো. সারোয়ার মুরশেদ (অব.), এডুক্যান ইন্টারন্যাশনালের সিওও মাহবুবুর রহমান এবং ইউসিএএসএম’র ভাইস প্রিন্সিপাল উইং কমান্ডার একেএম মাসুদুজ্জামান (অব.)।