ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ-৪ আসন

স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা : গ্রেপ্তার এক

স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা : গ্রেপ্তার এক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট (ঈগল)। এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল আজিজ এমপির (নৌকা) সমর্থক মুনজিল তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত শুক্রবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনি এলাকার কুন্দইল বাজারে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছিলেন। এ সময় নৌকা প্রার্থীর সমর্থক ও কর্মীরা লাঠিসোটা নিয়ে এসে সাখাওয়াত হোসেন সুইটের লোকজনের ওপর হামলা ও মারধর করে। এতে কমপক্ষে ১০ জন সমর্থক ও কর্মী আহত হয়েছে। এ সংবাদে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২ পক্ষকেই শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে নৌকার প্রার্থী ডাঃ আব্দুল আজিজ এমপির সমর্থকরা এমন ঘটনা অস্বীকার করেছেন। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক বাদী হয়ে নৌকা প্রার্থীর ৬ সমর্থকের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় মুনজিলকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত