সরকারবিরোধী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচিকে গণতন্ত্র এবং আইনের শাসনের পরিপন্থি এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘আইন অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান বারের নেতারা। আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের পৃথক কর্মসূচি দিয়েছেন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা। তাদের কর্মসূচির বিরুদ্ধে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পাদক মো. আবদুন নূর দুলাল।
লিখিত বক্তব্যে আবদুন নূর দুলাল বলেন, ‘জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্য-বাধকতা। গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতার জন্য নির্বাচন অপরিহার্য। সারা দেশে নির্বাচনি আবহ তৈরি হয়েছে এবং জাতি ৭ জানুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। এই নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত।