ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবক সুমন আলীকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচাক পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। গতকাল দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদণ্ডাদেশ দেন। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর বিকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ নামক স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় রাজশাহী থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিচারক উল্লেখিত রায় দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত