কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের ১৪টি ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাখতে আরো ২০ ঝুপড়ি ঘর সম্পন্ন ভেঙে দেওয়া হয়। বর্তমানে ৩৪ পরিবারের খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উখিয়ার বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের একটিবসত ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই, দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি ৩৪টির মতো ঘর পুড়ে গেছে।