জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে শহর ও গ্রামঞ্চল। তবে নৌকা প্রার্থীর পোস্টার ও ব্যানার চোখে পড়ার মতো। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জান?াত আরা হেনরী (নৌকা) দলীয় নেতাকর্মী নিয়ে মাঠে নেমে পড়েছেন এবং ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। বিশিষ্ট সমাজসেবক নৌকার প্রার্থী হেনরী নির্বাচনি এলাকায় গণসংযোগ, মিছিল, মিটিংয়ে অংশ নিচ্ছেন এবং তিনি সরকারের বিভিন? উন?য়ন চিত্র তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনি এলাকায় প্রতিদিনই হাজার হাজার নারী পুরুষের নৌকার শোভাযাত্রায় শহর ও গ্রামঞ্চল মুখরিত। তিনি ও দলীয় নেতাকর্মীরা দিনরাত নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার নানারকম পরামর্শ দিচ্ছেন। তবে অনেকে বলেছেন, এ আসনে শক্তিশালী প্রার্থী না থাকায় নৌকা প্রার্থীর ভোট প্রচার-প্রচারণায় সরগম হয়ে উঠছে। এজন্য নৌকার বিজয় নিশ্চিত বলে ইতিমধ্যেই সাড়াও পড়েছে। এ আসনের অপর প্রার্থীরা হলেন- জাকের পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম (লাঙ্গল), বিএনএম মনোনীত প্রার্থী মোঃ সোহেল রানা (সোনালী আঁশ) ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ি)। এ চার প্রার্থীর নির্বাচনি প্রচার প্রচারণায় মাঠ এখনো জমে উঠেনি এবং চোখেও পড়ে না দুয়েকজন প্রার্থী ও তার পোস্টার ব্যানার। তবে লাঙ্গল প্রতীকের কিছু পোস্টার শহরাঞ্চলে দেখা গেলেও ভোট-প্রচারণায় দেখা মেলেনি বলে অনেক ভোটার এই অভিমত ব্যক্ত করেছেন। এ আসনে নারী পুরুষ মিলে ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫০৭ জন এবং ভোটকেন্দ্র সংখ্যা ১৪৫টি।
আগামী ৭ জানয়ারি এ ভোট কেন্দ্রসমূহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জেলা প্রশাসন এ নির্বাচন ঘিরে সব ধরনের কঠোর ব্যবস্থা নিচ্ছেন। উল্লেখ্য, এ আসনে ১৯৯৬ সালে আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম এমপি নির্বাচিত হন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন?া এমপি নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। এবার মনোনয়ন পেয়েছেন ড. জানাত আরা হেনরী (নৌকা)। নৌকা প্রার্থী হেনরীকে বিজয়ের জন্য বর্তমান এমপি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।