ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত

দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের প্রধান লি জায়ে-মিউংকে গলায় ছুরি দিয়ে হামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দক্ষিণের বন্দর শহর বুসান সফরকালে হামলার শিকার হন তিনি। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ। খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার মূল বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। এই দলের নেতা লি জায়-মিউং। গতকাল মঙ্গলবার সকালে বুসানে বিমানবন্দরের একটি নতুন জায়গা দেখতে গেছিলেন তিনি। সেখানেই তার ওপর হামলা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লি যখন এলাকায় পৌঁছান, তখন সেখানে যথেষ্ট ভিড় ছিল। এক ব্যক্তি অটোগ্রাফ নিতে লিয়ের সামনে পৌঁছান। লি অটোগ্রাফ দিতে গেলে ওই ব্যক্তি লিয়ের বাঁ-দিকে ছুরি নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে পড়ে যান লি। তার গলায় প্রায় এক ইঞ্চির একটি ক্ষত তৈরি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত