ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রবি স্থাপনে শেখ হাসিনার অবদান অনন্য : ভিসি

রবি স্থাপনে শেখ হাসিনার অবদান অনন্য : ভিসি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরের রবির একাডেমিক ভবন-৩ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবির শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো: শাহ্ আজম। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশে বিশ্ব কবির নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এ স্বপ্ন বাস্তবায়িত হয়েছে স্বাধীনতার ৪৪ বছর পর জাতির পিতার সুযোগ্যকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে। আমাদের জাতীয় সংগীতের স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শাহজাদপুরে রবি স্থাপন দেশরত্ন শেখ হাসিনার অনন্য অবদান। এজন্য রবি শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ ও দায়বদ্ধ। এ দায়বদ্ধতা থেকে বলতে পারি, আমাদের প্রত্যাশা মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হোক। মানবিকতা, প্রগতিশীলতা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনা যে অবদান রেখেছেন রবি সেই অভিযাত্রায় সারথী হয়ে শেখ হাসিনার পাশে থেকে একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রে কাজ করে যাবে। এছাড়াও আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী চয়ন ইসলাম (নৌকা)।

তিনি বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রবীন্দ্র স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সেই স্বপ্ন পূরণ করেছেন। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়টি দেশের প্রধান সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং একইসাথে বিশ্বমানের গবেষণার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী লীগের প্রতি সমর্থনের জন্য তিনি রবির ভিসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃত্বে রবির শিক্ষক সমিতি মতবিনিময় সভাটি আয়োজনের জন্য সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু এবং রবির সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত