দিনভর সূর্যের দেখা মিলছে না
সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলে কুয়াশা ও তীব্র শীতে জনজীবন স্থবির
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে এই শীত ও ঘন কুয়াশায় সূর্যের মুখ দেখা মিলছে না। সেইসঙ্গে দিনভর এ অঞ্চলে বইছে হিমেল হাওয়া। এতে শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। ভোর রাত থেকে ঘন কুয়াশায় মহাসড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। তবে অধিকাংশ যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ জেলায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এ অঞ্চলে এটি সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জেলা ও উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে তেমন দেখা যাচ্ছে না জনসমাগম। শীত নিবারণে জেলা শহরসহ বিভিন্ন স্থানে গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। এতে রিকশা চালকদের শীতের কাপড় জড়িয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। এমনকি কৃষকরাও মাঠে নামতে হিমশিম খাচ্ছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ বলেন, ভোর থেকে ঘন কুয়াশায় মহাসড়কে কচ্ছপগতিতে যানবাহন চলাচল করে তবে দুপুরে কুয়াশা কিছুটা কেটে যাওয়ায় যান চলাচলে গতি বাড়তে থাকে। কৃষিবিদরা বলছেন, শীতকালে ঘন কুয়াশা নতুন কিছু নয়। এ অঞ্চলে এখনও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তবে এ অঞ্চলের সীমান্ত ঘেঁষা দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রভাব বাড়ছে। এদিকে এসব এলাকার দিনমজুর ও অসহায় পরিবারের লোকজন শীতে কাহিল বলে খবর আসছে।