ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজার-৪ আসন

ভোটের পার্থক্য গড়ে তোলার নেপথ্য তিন জনপ্রতিনিধি!

ভোটের পার্থক্য গড়ে তোলার নেপথ্য তিন জনপ্রতিনিধি!

দ্বাদশ সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ততই ভোটারের রং বদলাতে শুরু করেছে। ক্ষণিকের জন্য নৌকা প্রতীকের প্রার্থী শাহিন আক্তার আবার ঈগল প্রতীকের প্রার্থী নুরুল বশর মাঠ নিজেদের দখলে নেন। মাঝেমধ্যে তার উলটপালট হচ্ছে। এবারের নির্বাচনে উখিয়া উপজেলার ভোটাররাই ভোটের টার্ম কার্ড হিসেবে বিবেচিত হচ্ছেন। শাহিন আক্তার ও নুরুল বশরের বাড়ি টেকনাফ উপজেলায় হওয়ায় সেখানে ২ হেভিওয়েট প্রার্থী সমানতালে ভোটের মাঠে লড়াই করে যাচ্ছেন। এর প্রেক্ষিতে সেখানে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। পক্ষান্তরে উখিয়া উপজেলার ভোট যে প্রার্থীর পক্ষে বেশি পড়বে, সেই প্রার্থীর বিজয় সুনিশ্চিত বলা যায়। তাই সচেতন মহলে এবার উখিয়া উপজেলার ভোটারদের টার্ম কার্ড হিসেবে বিবেচনা করছেন। উখিয়া উপজেলার ভোটারদের নিজের পক্ষে ধরে রাখতে মরিয়া হেভিওয়েট এই দুই প্রার্থীই। তুলনামূলকমূলকভাবে উখিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী নৌকা প্রতীকের প্রার্থী শাহিন আক্তার উখিয়া উপজেলা সুবিধাজনক অবস্থায় আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিজ্ঞজনরা। তাদের মতে, প্রথমতো তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ায় বিশাল কর্মী বাহিনী ও দলীয় নেতাকর্মীরা তার পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করছেন। দ্বিতীয়ত, শাহিন আক্তার দেশের অন্যতম আলোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী হওয়ায় সেটার ব্যাপক প্রভাব পড়ছে ভোটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত