ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে অপহৃত নারী নারায়ণগঞ্জে উদ্ধার

চাঁদপুরে অপহৃত নারী নারায়ণগঞ্জে উদ্ধার

চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলার ঠাকুরচর এলাকা থেকে অপহৃত ডালিয়া আক্তার (২৮)কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বটতলা সাকিনের আমিন কলোনি থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ডালিয়া আক্তার মতলব উত্তর উপজেলার গোয়াল ভাউর এলাকার আলী আহমেদ প্রধানের মেয়ে। মামলার আসামিরা হলেন- মতলব উত্তর উপজেলার ঠাকুরচর এলাকার আব্দুর রব মোল্লাল ছেলে শুভ মোল্লা (২০), রুবেল মোল্লা (৩৫), সোহাগ মোল্লা (৩০), মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রব মোল্লা (৬৭) ও তার স্ত্রী আয়েশা বেগম (৫০)। রাতে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয় থেকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানান, ২০২৩ সালের ৩০ নভেম্বর চাঁদপুরে নারী ও শিশু মামলার সূত্র ধরে ডালিয়া আক্তারকে তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক আতিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৪ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বটতলা সাকিনের আমিন কলোনির ১নং বিবাদীর ভাড়াবাসা হতে উদ্ধার করে। পরে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন শেষে ভিকটিমকে আদালতে উপস্থাপন করলে তিনি জবানবন্দি প্রদান করেন। মামলা তদন্তকালে জানা গেছে, শুভ মোল্লাসহ ৫ আসামি বিগত ১ জানুয়ারি সকালে মতলব উত্তর থানাধীন ঠাকুরচর এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করে নারায়ণগঞ্জ শহরে আটকে রাখেন। এ ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত