কুমিল্লার চান্দিনা আসনে নৌকার জোয়ারে ঈগল কোণঠাসা

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকার গণজোয়ারে কোণঠাসা হয়ে পড়েছে ঈগল। আসন এলাকার ইউনিয়নগুলোর ওয়ার্ড ও গ্রামসহ পাড়া-মহল্লা নৌকার পোস্টার-ফ্যাস্টুনে ছেয়ে গেছে। এখানে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমান সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত। তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নৌকার প্রার্থীর প্রশংসায় ভাসছে আসন এলাকা। নৌকা ও প্রার্থীকে নিয়ে সর্বত্র চলছে আলাপ-আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে একজন সর্বজন শ্রদ্ধেয় জনপ্রিয় নেতা হিসেবে স্থান করে নিয়েছেন। তাদের ভাষ্যমতে, নৌকা এখন শুধুই জয়ের অপেক্ষায়। অপরদিকে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু। তিনি চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হলেও দলের অধিকাংশ নেতাকর্মী তার সঙ্গে নেই। প্রচার-প্রচারণার শেষদিন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এখানে এ প্রার্থীর প্রচার-প্রচারণা বা নির্বাচনি তৎপরতা তেমনটি চোখে পড়েনি। এতে অনেকটা হতাশ হয়ে পড়েছেন স্বতন্ত্র প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা। সরেজমিন ওই আসন এলাকায় ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আসন এলাকার মহিচাইল ও মাইজখার ইউনিয়নের অন্তত ১০০ জন ভোটারের সাথে কথা হলে ৮৪ জন বলেন, এবারের নির্বাচনে নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত বিপুল ভোটে জয়ী হবেন। তিনি এলাকার উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করেছেন। কিছু লোক আছে যারা তার উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তারা নানাভাবে সহিংস ঘটনার সৃষ্টি করে এখানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছেন। তবে সবকিছু ছাপিয়ে ৭ জানুয়ারির নির্বাচনে তিনি-ই বিপুল ভোটে নির্বাচিত হবেন। কথা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক সহিদ উল্লা নামে সত্তোরোর্ধ বয়সের এক ভোটারের সাথে। তিনি ডাক্তার (প্রাণ গোপাল দত্ত) সাহেব খুব ভালো মানুষ। তিনি একজন মানবতাবাদী আদর্শ মানুষ। এলাকার উন্নয়নে তিনি অনেক কাজ করেছেন। তিনি আবারো এমপি নির্বাচিত হলে আমাদের এলাকার আরো বেশি উন্নয়ন হবে। আমরা তাকেই এমপি হিসেবে পেতে চাই। তরুণ ভোটার মতিউর রহমান বলেন, আমার প্রথম ভোট উন্নয়নের পক্ষে, শান্তি পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষেই দিতে চাই। আর এ আসনে নৌকার প্রার্থী যদি আবারো নির্বাচিত হন তাহলে এই এলাকা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত হবে বলে আশা করি। নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, পুনরায় নির্বাচিত হয়ে আরো শান্তি ও সমৃদ্ধির চান্দিনা গড়তে চাই। আমি নির্বাচিত হলে চান্দিনায় একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ আরো অনেক উন্নয়ন কাজ করার পরিকল্পনা করেছি। তিনি আরো বলেন, আমি প্রতিটি এলাকায় ঘুরেছি। মানুষের কাছে গিয়েছি। আমি যেখানেই গিয়েছি, সেখানেই মানুষের ঢল নেমেছে। এক একটি পথসভা জনসভায় রুপ নিয়েছে। মানুষ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমি আশাবাদী সর্বোচ্চ ভোট পেয়ে নৌকার বিজয় নিশ্চিত করার মাধ্যমে শেখ হাসিনাকে এই আসনটি উপহার দেব।